top of page

ওপেন কল

red1.png

ভয়ের ভূখণ্ডে / ঢাকা / ২০২১

ঘারত্যাড়া'র দ্বিতীয় প্রদর্শনীর প্রস্তুতিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি "ভয়ের" ধারনাকে উপজীব্য করে তাকে ব্যাক্ত ও বিশ্লেষণ করার। আমরা ভয়ের সাথে সম্পর্কিত ধারনাগুলোর আত্মকেন্দ্রিক ব্যাখ্যার কাজ খুঁজছি - যা হতে পারে যেকোন ভাষার কিংবা মাধ্যমের। আমরা জানতে ও দেখতে চাই ব্যাক্তি কিভাবে তার নিজের জায়গা থেকে ভয়ের সাথে বোঝাপড়ার চেষ্টা করে, কিংবা ভয় কে পরাজিত করে।

কাজ জমা দেওয়ার শেষ সময় - জানুয়ারী ০৮, ২০২১

8.png

ঘাড়ত্যাড়া

কি?

return

revive

rejoice

remember

real

red dot new.png

ঘাড়ত্যাড়া ক্রম-উদীয়মান, ক্রম-রূপান্তরধর্মী একটি শিল্পপরিসর, যা প্রতিরোধ তৈরিতে আগ্রহী শিল্পীদের সঙ্গে কাজ করে এবং যা মূল ধারার প্রতিষ্ঠিত চিন্তা ও ন্যারেটিভের বিকল্প সন্ধান করার একটি প্রয়াস।

resist

respond

react

remain

receive

ঘাড়ত্যাড়া কিভাবে অর্থায়িত হয়?

red dot new.png

ঘাড়ত্যাড়া বর্তমানে সহোযোগী শিল্পীদের দ্বারা স্ব-অর্থায়িত। এছাড়া আমরা গণ-অর্থায়নের মাধ্যমেও সীমিত আকারে আর্থিক সহযোগিতা পেয়ে থাকি। আমরা সকল প্রকারের কর্পোরেট এবং বাণিজ্যিক উদ্দেশ্যপ্রণোদিত অর্থায়নের বিরুদ্ধে। এর পাশাপাশি আমাদের উদ্দেশ্য “বড়” গ্যালারি ও শিল্পসংঘগুলোর মাধ্যমে আরোপিত সেন্সরশিপ ও নিষেধাজ্ঞাসমূহ থেকে বেরিয়ে আসা।শিল্পকে তার প্রকৃত রূপ দেওয়ার জন্য আমাদের প্রয়োজন সমাজের মানুষের অংশগ্রহণ।

 

কর্পোরেট অর্থায়ন ছাড়া আমাদের প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য আপনাদের সংঘবদ্ধ সাহায্যই আমাদের অবলম্বন। যেকোন পরিমাণের আর্থিক সহায়তার জন্যই আমরা কৃতজ্ঞ।

নিচের বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের সাহায্য করতে পারবেন। পাশাপাশি আপনার বিশ্বস্ত সংঘে আমাদের কথা জানিয়ে আমাদের ক্রমবিকাশে সহযোগী হতে পারেন।  

red1.png

একসাথে কাজ করতে চান?

 

ঘাড়ত্যাড়া, বিভিন্ন প্রদর্শনী এবং অন্যান্য প্রকল্পে সহযোগী হিসেবে প্রতিনিয়ত এমন মানুষের সন্ধান করে যারা হয়তোবা “শিল্পের” প্রেক্ষাপট থেকে আসে না। বিভিন্ন জ্ঞান-শাখার মানুষকে আমরা আহ্বান জানাই তাদের স্ব-স্ব ক্ষেত্রের বিচিত্র অভিজ্ঞতা এবং ব্যবহারিক জ্ঞানসমেত পুরো প্রক্রিয়ায় আমাদের সাথে থাকার ও সাহায্য করার।

 

ঘাড়ত্যাড়া আয়োজিত বিবিধ কর্মসূচীতে আমাদের এমন লোকবল প্রয়োজন যারা আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে সমর্থ হবে। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে সাংগঠনিক কার্যকলাপ, গণসংযোগ, অর্থনৈতিক কার্যক্রম, ডক্যুমেন্টেশন, মার্কেটিং, এবং গবেষণা।

red1.png
red1.png

একটি মূল্যবোধের এবং আনুভূতিক আস্তাকুঁড়

সংস্করণ : শূন্য

এপ্রিল ১২ - ১৫ , ২০১৯ | দ্বীপ গ্যালারী

53327607_299398840738782_511797222779440
53289711_2302690800007239_50501608145189

ঘাড়ত্যাড়া'র সাথে যুক্ত হোন

আমরা সবসময়ই যেকোন মিডিয়ামের কাজ জমা নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকি, আমাদের প্রদর্শনীগুলোতে সম্বাব্য অন্তর্ভুক্তির জন্য। 

bottom of page