top of page
red1.png

ওপেন কল

ভয়ের ভুখন্ডে / In The Terrains Of Fear

ঢাকা / ২০২১

সাম্প্রতিক সময়ে 'ভয়' নামক প্রপঞ্চটি আমাদেরকে, কিংবা আরো বিশদভাবে বললে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রবলভাবে আচ্ছন্ন করে রেখেছে। ক্ষমতাশালী রাষ্ট্র থেকে শুরু করে কর্পোরেশন, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় সংস্থাসমুহের মাধ্যমে ভয়ের সংস্কৃতি প্রবেশ করে ব্যাক্তির মননে আর পারিপার্শ্বিকতায়। আজ যাকে আমরা 'ভয়' বলে জানি তা কেবলমাত্র টিকে থাকার লড়াই হতে উৎসারিত কোন সহজাত বোধ নয়। বরং, 'ভয়' , শোষণ, নিয়ন্ত্রন এবং প্রভাব বিস্তারের এক অভিনব যন্ত্র - আধিপত্যবাদী শক্তির আধিপত্য বিস্তারের অব্যর্থ অস্ত্র। ভয়ের প্রকাশ্য অনুশিলনের ফলে, উক্ত বোধ আমাদের অনেকের আত্মপরিচয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

ঘারত্যাড়া'র দ্বিতীয় প্রদর্শনীর প্রস্তুতিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি "ভয়ের" ধারনাকে উপজীব্য করে তাকে ব্যাক্ত ও বিশ্লেষণ করার। আমরা ভয়ের সাথে সম্পর্কিত ধারনাগুলোর আত্মকেন্দ্রিক ব্যাখ্যার কাজ খুঁজছি - যা হতে পারে যেকোন ভাষার কিংবা মাধ্যমের। আমরা জানতে ও দেখতে চাই ব্যাক্তি কিভাবে তার নিজের জায়গা থেকে ভয়ের সাথে বোঝাপড়ার চেষ্টা করে, কিংবা ভয় কে পরাজিত করে।

কাজ জমা দেয়ার এই আমন্ত্রন সবার জন্য উন্মুক্ত। কাজ বা প্রজেক্টের জন্য কোন বাঁধা ধরা নিয়ম বা কোন প্রকার আবশ্যিকতা নেই। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি "ভয়ের" ধারনার সাথে সম্পৃক্ত যেকোন ধরণের কাজ জমা দেওয়ার। ঘারত্যাড়া নতুনত্বে বিশ্বাস করে এবং সব ধরণের শিল্পীর সব ধরণের কাজের সৃষ্টিশীলতাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে।

red1.png

লক্ষণীয় কয়েকটি বিষয় -

১। কাজ জমা দেওার শেষ সময় - জানুয়ারী ৮, ২০২১

 

২। জমাদানের কোন ফি নেই

 

৩। এই মুহূর্তে আমরা কেবল ওয়েবসাইটে প্রদত্ত ফর্ম পূরণের মাধ্যমে কাজ গ্রহণ করছি; অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইমেইলে নয়।

 

৪। জমা দেওয়া প্রত্যেকটি কাজ দেখার এবং পর্যালোচনার সর্বোচ্চ চেষ্টা আমরা করি। গণ-অর্থায়ন, পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিক হওয়ায় এবং সার্বিক সংস্থানের স্বল্পতার কারণে আমরা জমাদানকৃত সকল কাজের প্রত্যুত্তরের নিশ্চয়তা দিতে পারছি না। 

 

৫। আমরা গ্যালারি/স্পেসের ব্যবস্থা করবো এবং কিউরেশন বিষয়ক যাবতীয় সহায়তা প্রদান করবো। পাশাপাশি নির্বাচিত শিল্পীদের সাথে থেকে কাজ করে প্রদর্শনীর প্রস্তুতির সহায়তা প্রদান করবো। 

 

৬। ঘাড়ত্যাড়ার প্রদর্শনী স্ব-অর্থায়িত এবং সব প্রকারের স্পন্সরমুক্ত। যার ফলে, শিল্পীরা নিজেদের কাজের খরচ নিজেরা বহন করে। গ্যালারী এবং কিউরেশনের খরচ বাদে, কাজের উপকরণ এবং যাতায়াত খরচসহ যাবতীয় অন্যান্য খরচ এর অন্তর্ভুক্ত। 

যোগাযোগ: +১ ৫১২ ৫৬৬ ৮১৩৭ | +৮৮০ ১৭২২ ১০৯ ৬৩৪

bottom of page